মেসির তুলনা মেসি নিজেই

লিওনেল আন্দ্রেস মেসি। সর্বজয়ী এক ফুটবলার। আর্জেন্টিনার খুদে জাদুকর হিসেবেই যাকে চেনে সবাই। ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে বিশ্বরেকর্ড ৪৫টি শিরোপা জ্বলজ্বল করছে মেসির নামের পাশে। অথচ একটা সময় মেসিকে ক্লাব ফুটবল লিজেন্ড হিসেবে রীতিমতো উপহাস করা হয়েছে।  

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া মেসি ফুটবল যেন মাতৃগর্ভ থেকেই শিখে এসেছিলেন। ঠিকমতো হাঁটতে না পারা বয়সে ফুটবল নিয়ে মেতেছেন। ছয় বছর বয়সে তাকে দলে নেয় নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাব। ১০ বছর বয়সে মেসি আক্রান্ত হয়েছিলেন গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নামক বিরল ব্যাধিতে। এতে তার দেহের বৃদ্ধি থমকে যায়। মেসির ভাগ্য ভালো, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নজরে পড়েন তিনি। ২০০০ সালের সেপ্টেম্বরে মেসির সঙ্গে বার্সার একাডেমি লা মাসিয়ার চুক্তি হয়। মেসির ফুটবলার হিসেবে গড়ে ওঠার পেছনে কাতালান ক্লাবের অবদান শতভাগ।  

বার্সার বয়সভিত্তিক দল মাতিয়ে মেসির সিনিয়র হিসেবে অভিষেক ২০০৪-০৫ মৌসুমে। দীর্ঘ ১৭টি মৌসুম বার্সায় খেলেই বিশ্বসেরা হয়েছেন তিনি। জিতেছেন ১০টি লা লিগা, চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ ৩৭টি শিরোপা। লা লিগায় সর্বোচ্চ ৪৭৪ গোলের মালিক তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে তার গোল ৬৭২টি। যা নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মাইলফলক। তিনি ভেঙেছেন স্যান্তসের হয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলের ৬৪৩ গোলের রেকর্ড। এ ছাড়া পিএসজির জার্সিতে ৩২ আর ইন্টারের হয়ে ১৩টি গোল আছে তার। আন্তর্জাতিক ফুটবলেও মেসির রয়েছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ গোল। ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে মেসির গোলের সংখ্যা ৮৩৫টি।   

মেসি বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন সর্বোচ্চ আটবার। মেসিই একমাত্র ফুটবলার হিসেবে চারটি আন্তর্জাতিক আসরে ‘গোল্ডেন বল’ জিতেছেন। অথচ ২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া মেসি দীর্ঘ ১৬ বছর দেশের হয়ে কোনো ট্রফি জিততে পারেনি। ২০১৪ সালের বিশ্বকাপ এবং তিনটি কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছে তাকে। যদিও ২০০৫ সালেই মেসি জিতেছিলেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর ২০০৮ সালে অলিম্পিক স্বর্ণ। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে ট্রফি যেন মেসির জন্য পরিণত হয়েছিল অভিশাপে।     

শুধু মেসি কেন, খোদ আর্জেন্টিনা ১৯৯৩ সালে কোপা জয়ের পর থেকে শিরোপার জন্য হাহাকার করে ফিরেছে। শেষ পর্যন্ত মেসির হাত ধরেই ২০২১ সালে দীর্ঘ ২৮ বছরের শিরোপা বন্ধ্যত্ব ঘোচায় আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে মেসির আর্জেন্টিনা জয় করে কোপা আমেরিকা। মেসি আসরের সেরা খেলোয়াড় আর সেরা গোলদাতা নির্বাচিত হন। যেন কাটে শিরোপা গেরো। পরবর্তী সময়টা শুধু মেসি আর আর্জেন্টিনা রচনা করেছে সাফল্য-গাথা। মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনা টানা জিতেছে লে ফিনেলিসিমা, ফিফা বিশ্বকাপ আর সম্প্রতি কোপা আমেরিকা। 

ফুটবল থেকে মেসির পাওয়ার কিছু বাকি নেই। ৩৭ বছরে পা দেওয়া মেসি হয়তো যে কোনো মুহূর্তে ফুটবলকে বিদায় জানাবেন। কিন্তু ভক্তরা আশা করছেন, মেসি ২০২৬ সালের বিশ্বকাপ খেলুক। তবে মেসি কী করবেন, সেই উত্তর দেবে অনাগত সময়।   

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //