অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়। কয়েক দিন পরেই সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ জয়ের আনন্দ। আজ আরও এক আনন্দ উৎসবে মেতে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। এই হাতছানিকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আর একটা জয়। আজ অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারাতে পারলেই সেই উৎসবের সুযোগ পাবে বাংলাদেশ।
নেপালের ললিতপুর আনফা কমপ্লেক্সে দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপাল একই গ্রুপে ছিল। কিন্তু বাংলাদেশের জন্য সেই ম্যাচের ফল মোটেও স্বস্তিদায়ক ছিল না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে এই নেপালের কাছে বাংলাদেশকে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়। নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বের ওই ম্যাচে বাংলাদেশ শুরুতেই হেরে গিয়েছিল। কেননা মাত্র ১৮ মিনিটের মধ্যে বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। এর মাঝে শেষ গোলটি ছিল আত্মঘাতী। এই হারের ফলে বাংলাদেশ সেমিফাইনালে উঠলে বাঘের মুখে পড়ে যায়। প্রতিপক্ষ হিসেবে পায় ভারতকে। এই ভারতের কাছে গত আসরে হেরে হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। এবার অবশ্য আগেভাগে ভারতকে বিদায় দিতে পেরেছে।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশকে আজ ফাইনাল ম্যাচ এগিয়ে রাখবে। অন্তত আত্মবিশ্বাসে টগবগ করবে টাইগার যুবারা। বাংলাদেশ যেমন সেমিফাইনালে টাইব্রেকারে জয় পেয়েছে নেপালও টাইব্রেকারে জয় পেয়েছে ফাইনালে উঠেছে। ভুটানের সঙ্গে নির্ধারিত সময়ে তাদের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। পিছিয়ে পড়ে তারা সমতায় এনেছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh