আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুইয়ান তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী শনিবার প্যারাগুয়ের সাথে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন এই স্ট্রাইকার।
শনিবারের পর আর উরুগুয়ের জার্সি গায়ে মাঠে নামবেন না এই স্ট্রাইকার। সেদিন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সুয়ারেজ ও তার দল। জাতীয় দল থেকে অবসর নিলেও ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন এই স্ট্রাইকার।
২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয় সুয়ারেজের। উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৪২ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছে দেশের হয়ে সর্বাধিক ৬৯টি। উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন সুয়ারেজ। ২০১০ সালের আসর থেকে শুরু করে ২০২২ সালের আসর পর্যন্ত টানা চার বিশ্বকাপ টুর্নামেন্টে খেলেন তিনি। এছাড়া ২০১১, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৪ সালের উরুগুয়ের কোপা আমেরিকার দলে ছিলেন সুয়ারেজ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আন্তর্জাতিক ফুটবল অবসর উরুগুয়ে লুইস সুয়ারেজ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh