বায়ার্নের বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল বার্সেলোনা। সর্বশেষ ২০১৫ সালের মে মাসে ক্যাম্প ন্যুয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ ব্যবধানে বায়ার্নকে হারিয়েছিল বার্সা। ভুলে যাওয়া সেই স্বাদ এবার ৯ বছর পর পেল বার্সা। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর স্বস্তির জয় তাদের।
গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। যেখানে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া।
ম্যাচের শুরুতেই এদিন জালের দেখা পায় বার্সা। ম্যাচের বয়স তখন এক মিনিটও হয়নি। মাঝমাঠে ফের্মিন লোপেসের বাড়ানো বল ক্লিয়ার করার চেষ্টায় পারেননি বায়ার্নের এক ডিফেন্ডার। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন রাফিনিয়া।
১৮তম মিনিটে সেই গোল শোধ করে বায়ার্ন। বক্সে বাঁ দিক থেকে সের্গে জিনাব্রির পাসে চমৎকার ভলিতে সমতা টানেন ইংলিশ স্ট্রাইকার কেইন। রক্ষণের ভুলে ৩৬তম মিনিটে আবার গোল হজম করে বায়ার্ন। এবার গোল পান লেভানডভস্কি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-১ করেন রাফিনিয়া।
৫৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান। বাকি সময়ে আর গোল পায়নি কেউই।
উল্লেখ্য, তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh