২০২৪ ব্যালন ডি’অর উঠবে কার হাতে

শেষ হচ্ছে ফুটবল ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। ২০২৪ ব্যালন ডি’অর উঠবে কার হাতে সেটি জানা যাবে আজ। 

বাংলাদেশ সময় আজ রাত ১টা ৪৫ মিনিটে ফ্রান্সের প্যারিসের শ্যালে থিয়েটারে শুরু হবে ব্যালন ডি’অর পুরস্কারের জাঁকজমকপূর্ণ আয়োজন।

ধারণা করা হচ্ছে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকেও ফেভারিট মানছেন অনেকে।  কারও মতে এই পুরস্কার উঠতে পারে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজের হাতেও।

৩০ জনের মনোনীত তালিকায় নেই আটবার এই পুরস্কার জয়ী লিওনেল মেসি ও পাঁচবার ব্যালন ডি’অর জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২১ বছরে এমনটি প্রথম যে মনোনয়নের তালিকায় এদের দুজনের কেউ নেই।

ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে ১ আগস্ট ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৪ এর সময়ের পারফরম্যান্স বিবেচিত হবে। এই সময়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ভিনি ৪৯ ম্যাচে করেছেন ২৬ গোল, অ্যাসিস্ট ১১টি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ। রদ্রি ম্যানসিটির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাজ। স্পেনের হয়ে ইউরো জেতেন তিনি।  লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন এছাড়া ইন্তারের হয়ে জেতেন সিরি’আ।

শেষ পর্যন্ত কার হাতে উঠবে ব্যালন ডি’অর সেটি জানার অপেক্ষা ফুরোবে আজ রাতে। এছাড়া সেরা কোচ, সেরা ক্লাব, সেরা গোলকিপারসহ আরও বেশ কিছু পুরস্কার দেওয়া হবে এ অনুষ্ঠানে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh