২০২৪ ব্যালন ডি’অর: কার হাতে উঠল কোন পুরস্কার

বেশকিছু দিন ধরেই গুঞ্জন ছিলো এবারের ব্যালন ডি’অর উঠবে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস ‍জুনিয়রের হাতে। কিন্তু শেষ মূর্হতে এসে বদলে যায় চিত্র। আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানা যায় ব্রাজিলিয়ান তারকা পাচ্ছেন না ব্যালন ডি’অর। তাতেই বয়কটের ঘোষণা দেয় পুরো রিয়াল দল।

এদিকে প্রথম বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। প্যারিসে রদ্রির মতো আর কে কোন ট্রফি জিতেছেন চলুন জেনে নেই- 

ছেলেদের ব্যালন ডি’অর

রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)

মেয়েদের ব্যালন ডি’অর

আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ )

কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ)

এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)

হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)

ছেলেদের বর্ষসেরা ক্লাব

রিয়াল মাদ্রিদ

মেয়েদের বর্ষসেরা ক্লাব

বার্সেলোনা

লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)

এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)

লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)

হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh