বোনাসের টাকা বুঝে পেলেন সাফজয়ী ফুটবলাররা

ঘোষণার ১১ দিন পর বোনাসের টাকা বুঝে পেয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলাররা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুত এক কোটি টাকার বোনাস আলাদা ৩২টি চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। চেক হস্তান্তরের বিষয়টি যুব ও ক্রীড়া উপদেষ্টা  আসিফ মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।  

চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার দিনে ছাদখোলা বাসে ফুটবলারদের গণসংবর্ধনা দেয়া হয়েছিল। ওইদিনই চ্যাম্পিয়ন দলের জন্য এক কোটি টাকা বোনাস ঘোষণা করেছিলেন আসিফ মাহমুদ। 

বোনাসের টাকা সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নেপালে পাঠানো ৩২ সদস্যের দলের সকলের মধ্যে সমবন্টন করা হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে খেলোয়াড় ছিলেন ২৩ জন। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার ও অফিসিয়াল ছিলেন নয় জন। এই দলের টিম লিডার ছিলেন বাফুফের সদস্য টিপু সুলতান। তবে বাফুফের নির্বাচন থাকায় তিনি দলের সঙ্গী হতে পারেননি। ফাইনালের আগে অবশ্য দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।

নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর বাফুফেও বিজয়ী দলের জন্য দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছিল। ক্রিকেটের সংস্থা বিসিবির পক্ষ থেকেও ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এই দুই সংস্থার প্রতিশ্রুত অর্থ অবশ্য এখনও বুঝে পাননি খেলোয়াড়রা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh