রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশের সুবিশাল খেলার মাঠেই হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। 

ইতোমধ্যে বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে চাহিদা অনুযায়ী ১৯.১ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বিষয়টির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুলকে নির্দেশ দিয়েছেন। 

এরই আলোকে বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রামু সহকারী ভূমি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে প্রস্তাবিত খেলার মাঠটি পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বলেন, রামুর খুনিয়া পালংয়ে ইতোপূর্বে পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে সকল অংশীজনের সাথে কথা বলে রামুর রশিদ নগরের জায়গাটি চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক যাবতীয় কাগজপত্র ঠিক হলে দ্রুত কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল ফুটবল সেন্টার নির্মাণের জন্য ফিফা বাফুফেকে পর্যাপ্ত টাকা প্রদান করবে। বাফুফের সূত্র জানায়, প্রস্তাবিত বাফুফে সেন্টারে থাকবে পুরুষ-মহিলা পৃথক দুটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল, দুটি খেলার মাঠ। এর মধ্যে একটি ন্যাচারাল, অন্যটি টার্ফের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh