নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম
নতুন দায়িত্ব নিয়ে প্রায় ১৯ মাস পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরলেন গোলাম রব্বানী ছোটন। এক বছরের জন্য বাফুফের এলিট ফুটবল একাডেমি ও ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
এর আগে ছোটন দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে। এবার নতুন দায়িত্ব পেয়ে তিনি আজ বাফুফে ভবনে বলেছেন, ‘এবার যে দায়িত্বটা পেয়েছি সেটা ইয়ুথ ডেভলপমেন্টের। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। অনেক উন্নতি করার জায়গা রয়েছে। ফোকাস থাকবে খেলোয়াড়দের যেন উন্নতি হয় এবং তারা ভালো খেলায়াড় হয়। ভালো মানুষ হয়ে যেন তারা অনেক উঁচুতে পৌঁছাতে পারে, এটাই আমার মূল লক্ষ্য।’
ছোটন ২০২৩ সালের মে মাসে মেয়েদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান।
এ সময় তিনি বাফুফের বিরুদ্ধে পরোক্ষ অভিযোগও আনেন। বাফুফে ছাড়ার পর একই বছরের জুলাইয়ে বাংলাদেশ সেনাবাহিনী
দলের কোচ হিসেবে কাজ শুরু করেন ছোটন। তাঁর অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালে
কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। সাফল্য পেয়েছে ২০১৫ ও ২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৪
আঞ্চলিক চ্যাম্পিয়ন ট্রফিতেও। চ্যাম্পিয়ন হয় ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে।
মূলত নারী দল কোচ হিসেবে পরিচিতি পেলেও ২০০৮ সালে পুরুষ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন ছোটন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ফুটবল বাফুফে গোলাম রব্বানী ছোটন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh