দারুণ ছন্দে থাকা বার্সেলোনার সুযোগ ছিল এবার এস্তাদিও কলিজিয়াম আলফোনসো পেরেজে জয় তুলে নেয়ার। কারণ গত কয়েক বছর ধরে এই মাঠে জয় পায়নি কাতালানরা। সর্বশেষ ২০১৯ সালে এই মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিলেন তৎকালীন বার্সা বস এর্নেস্তো ভালভের্দে। এরপর কেটে গেছে চারটি বছর।
এর মাঝে রোনালদো কুমান পারেননি, শাভি এরনান্দেসও কলিজিয়াম থেকে জয় নিয়ে ফিরতে পারেননি। এমনকি, গোল করা তো দূরের ব্যাপার, এই স্টেডিয়ামটিতে গত চার মৌসুমে গোলই করতে পারেনি বার্সেলোনা। এর মাঝে সবগুলো ম্যাচ গোলশুন্য ড্র করলেও হেরেছে কেবল একটিতে।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে হান্সি ফ্লিকের অধীনে গোল করার অভিশাপ ভাঙলেও জয় নিয়ে ফিরতে পারল না কাতালানরা। পঞ্চম বছরে এসেও জয়বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয়েছে ফ্লিকের শিষ্যদের। এদিন স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
এই ম্যাচ ড্র করায় এ নিয়ে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হ্যান্সি ফ্লিকের দল। যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। নবম মিনিটে পেদ্রির পাস পেয়ে গোল করেন জুলস কুন্দে। গেতাফে সমতায় ফিরতে সময় নিয়েছে ২৫ মিনিট। ম্যাচের ৩৪তম মিনিটে বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক পেনিয়া এক হাতে ফেরালেও, কাছেই থাকা মাউরো আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল।
দ্বিতীয়ার্ধে ইয়ামালের প্রচেষ্টা প্রতিহত করে গেতাফে গোলরক্ষক। এছাড়াও বার্সেলোনার কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন গেফাতের গোলরক্ষক সোরিয়া। ম্যাচে ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।
উল্লেখ্য, ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে গেতাফে। এদিকে একই দিন লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে লিগ লিডার অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে শীর্ষস্থান মজবুত করতে পারল না সিমিওনের দল। রবিবার (১৯ জানুয়ারি) রিয়াল মাদ্রিদ লাস পালমাসের সঙ্গে জয় পেলেই শীর্ষস্থান হারাবে অ্যাতলেটিকো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বার্সেলোনা গেতাফে লা লিগা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh