কিংবদন্তিদের কাতারে মোহাম্মদ সালাহ

লিভারপুলের সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় প্রথমেই উচ্চারিত হয় ক্যানি ডালগ্লিসের নাম। স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে রেকর্ড ১০২টি ম্যাচ খেলা ডালগ্লিস ১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইংলিশ ফুটবল মাতিয়েছেন ‘অল রেড’ জার্সিতে। ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লিভারপুলে ছিলেন ম্যানেজার আর খেলোয়াড়ের ভূমিকায়। লিভারপুলের হয়ে ৫১৫ ম্যাচে ১৭২ গোল করা ডালগ্লিশ জিতেছেন ছয়টি লিগসহ আর তিনটি ইউরোপিয়ান কাপসহ ২১টি শিরোপা।  

ডালগ্লিসের পরেই চলে আসে স্টিভেন জেরার্ডের নাম। ইংল্যান্ডের হয়ে ১১৪টি ম্যাচে অংশ নিয়েছেন জেরার্ড। ১৯৯৮-৯৯ থেকে ২০১৪-১৫ পর্যন্ত ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন লিভারপুলে। খেলেছেন ৭১০ ম্যাচ। করেছেন ১৮৫ গোল। তিনিও ২০০৪-০৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অল রেডদের জিতিয়েছেন ৯টি শিরোপা।

ডালগ্লিস আর জেরার্ডের পরেই লিভারপুলের কিংবদন্তি তালিকায় উচ্চারিত হয় মোহাম্মদ সালাহর নাম। মিশরীয় উইঙ্গার মাত্র ২০১৭ সালে যোগ দেন এনফিল্ডে। অষ্টম মৌসুমেই তিনি ছাড়িয়ে গেছেন জন বার্ন্স, কেভিন কিগ্যান আর ইয়ান রাশদের মতো মহাতারকাদের। এরই মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৮২ ম্যাচে করেছেন ২৩৬ গোল। চলমান ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে তার গোলের সংখ্যা ২১। তিনি গড়েছেন পাঁচটি প্রিমিয়ার লিগের মৌসুমে ২০ কিংবা তারও বেশি গোল করার নজির। ইপিএলে সবচেয়ে বেশি সাত মৌসুম কমপক্ষে ২০ গোল করার রেকর্ড রয়েছে অ্যালান শিয়েরারের। এ ছাড়া সার্জিও আগুয়েরো আর হ্যারি কেইন ছয় ইপিএল মৌসুমে ছুঁয়েছেন ২০ গোলের মাইলফলক। একই সঙ্গে ইপিএলের  ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার ৬ নম্বরে থাকা কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে (১৭৭) ছাড়িয়ে গেছেন মিশরীয় অধিনায়ক। তার গোলের সংখ্যা ১৭৮টি। ২৬০ গোল করে সবার ওপরে রয়েছেন অ্যালান শিয়েরার। 

মোহাম্মদ সালাহ ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবের হয়ে তার শিরোপা সংখ্যা ৮। দুইবারের আফ্রিকান বর্ষসেরা সালাহ তিন মৌসুমে ইপিএলের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন। জিতেছেন ২০১৭-১৮ মৌসুমে সেরা খেলোয়াড়ের মর্যাদা। সব মিলিয়ে সালাহ শুধু লিভারপুল নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরাদের একজন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh