Logo
×

Follow Us

সরকার

বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৮

বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের নামে মামলা আছে এবং সহিংসতায় জড়িত শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে বসন্ত বরণের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এ দেশের জন্য হুমকি স্বরূপ। সব হারিয়ে এ দেশে এসে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেট হচ্ছে।

রোহিঙ্গারা দ্রুত চলে গেলে দেশের জন্য মঙ্গল হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময়ে মন্ত্রী বলেন, আটকৃত জঙ্গিরা বেশ কিছু তথ্য দিয়েছে, এ বিষয়ে গোয়েন্দা কাজ করছেন।

মন্ত্রী বিএনপিকে সহিংসতা পথ থেকে বেরিয়ে আসার আহবান জানান।

আসাদুজ্জামান খান বলেন, যারা অগ্নি সন্ত্রাস, ভাঙচুর ও সহিংসতাসহ জনদুর্ভোগ সৃষ্টি করছে তাদের গ্রেপ্তার করছে আইন-শৃঙ্খলা বাহিনী।বিভিন্ন জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের টার্গেট করে সদস্য সংগ্রহ করছে। তাদের কঠোরভাবে দমন করা হচ্ছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫