রাষ্ট্রপতির বাড়িতে অতিথি হচ্ছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা হামিদের সাথে বঙ্গভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ। ফাইল ছবি
দীর্ঘ ২৫ বছর পর আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন দুপুরে মিঠামইন উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণ করবেন বলে জানা গেছে।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে প্রধানমন্ত্রী দুপুরের খাবার খাবেন এবং বিশ্রাম নেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে অভ্যর্থনা জানাতে আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিঠামইনে আসবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী প্রথমে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। পরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে হাওরের বিভিন্ন প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে। প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন। অষ্টগ্রামের সেই পনির গণভবনে মাঝে-মধ্যেই পাঠানো হয়। প্রধানমন্ত্রী সঙ্গেও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে দেওয়া হবে।
ওই দিন বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি বর্তমান সরকারের উন্নয়ন-কর্মকাণ্ড জনতার মাঝে তুলে ধরে বক্তব্য দেবেন। জনসভা শেষে ঢাকার উদ্দেশে মিঠামইন ত্যাগ করবেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।