Logo
×

Follow Us

সরকার

র‍্যাবের ওপর আমেরিকার স্যাংশন গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:৫৪

র‍্যাবের ওপর আমেরিকার স্যাংশন গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

র‍্যাবের ওপর আমেরিকার দেয়া স্যাংশন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যারা মানুষের জন্য কাজ করে তাদের ওপর কিভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো একতরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিব।

আজ বুধবার (৬ মার্চ) র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‍্যাব। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা।

তিনি বলেন, র‍‍্যাব মানুষের অধিকার সংরক্ষণে কাজ করছে। আর এই সংস্থাটির ওপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন যে সংস্থাটি (র‍্যাব) মানুষের অধিকার সংরক্ষণে কাজ করছে তাদের ওপর কিভাবে স্যাংশন আসে। তিনি বলেন, স্যাংশন কখনো একতরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিব।

প্রধানমন্ত্রী আরও বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‍্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদে কালো টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।

র‍্যাবের তৎপরতায় জঙ্গি-সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রাখায় র‍্যাবকে ধন্যবাদ জানান সরকার প্রধান।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫