আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১৮:৫৭

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের খোঁজখবর নিতে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালে পৌঁছান প্রাধানমন্ত্রী। এসময় তিনি আহতদের খোঁজ-খবর নেন এবং সার্বিক চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন।
এর আগে শনিবার (২৭ জুলাই) পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরও আগে শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।