Logo
×

Follow Us

সরকার

দপ্তর পেলেন দুই উপদেষ্টা, কয়েকজনের দায়িত্ব পুনর্বণ্টন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ২২:১৫

দপ্তর পেলেন দুই উপদেষ্টা, কয়েকজনের দায়িত্ব পুনর্বণ্টন

ফাইল ছবি

দপ্তর পেয়েছেন নতুন শপথ নেওয়া দুই উপদেষ্টা। মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শেখ বশিরউদ্দীন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি।

আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পরপর মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বন্টনের কথা জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে আছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

সালেহ উদ্দিন আহমেদের হাতে অর্থ মন্ত্রণালয়। ড. আসিফ নজরুলের হাতে আইন, বিচার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হাসান আরিফের হাতে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আলী ইমাম মজুমদার পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভূইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। নতুন তিন উপদেষ্টাসহ এই সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫