Logo
×

Follow Us

সরকার

মনমোহন সিংয়ের মৃত্যু: ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক জানালেন ড. ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৫২

মনমোহন সিংয়ের মৃত্যু: ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক জানালেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ মঙ্গলবার (৩১ ‍ডিসেম্বর) হাইকমিশনে তাকে স্বাগত জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

এসময় ড. মুহাম্মদ ইউনূস হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন।

শোক বার্তায় ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন। মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান।

উল্লেখ্য, মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫