Logo
×

Follow Us

সরকার

জ্যেষ্ঠ সচিব হলেন ২ কর্মকর্তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ১৬:৩২

জ্যেষ্ঠ সচিব হলেন ২ কর্মকর্তা

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৮ মে) সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির পর তাদের আগের দফতরেই পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর পদোন্নতি ১৮ মে থেকে কার্যকর করা হবে। আর নুরুল আমিন আগামী ১ জুন থেকে পদমর্যাদা পাবেন।

জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী মুখ্য সচিবদের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। 

বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫