
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (১৮ মে) সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির পর তাদের আগের দফতরেই পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর পদোন্নতি ১৮ মে থেকে কার্যকর করা হবে। আর নুরুল আমিন আগামী ১ জুন থেকে পদমর্যাদা পাবেন।
জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী মুখ্য সচিবদের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান।
বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।