
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম কোনো মন্ত্রীর করোনা শনাক্ত হলো।
শনিবার (৬ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো।
উল্লেখ্য, এ পর্যন্ত ৭৬৯৯ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ১০৬৬ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। এতে কক্সবাজার জেলার রয়েছে ৯৬৯ জন। এ পর্যন্ত কক্সবাজার জেলায় এক রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।