Logo
×

Follow Us

সরকার

থাইল্যান্ড-আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ১৮:৪৯

থাইল্যান্ড-আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত

মোহাম্মদ জুলকারনাইন ও মোহাম্মদ আবদুল হাই।

থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাইকে থাইল্যান্ডে এবং লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইনকে আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আবদুল হাই আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আবদুল হাই ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকও (প্রশাসন) ছিলেন।

অপরদিকে লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জুলকারনাইন। এর আগে তিনি ওয়াশিংটন ডিসি, সিউল এবং বার্মিংহামে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫