Logo
×

Follow Us

সরকার

ফ্রান্সে মোমেন-জয়শঙ্কর বৈঠক

Icon

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩

ফ্রান্সে মোমেন-জয়শঙ্কর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৈঠক করেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, প্যারিসের বৈঠকে মোমেন-জয়শঙ্কর দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিয়ে তারা কথা বলেন।

অন্যদিকে জয়শঙ্কর টুইটের বার্তায় জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দারুন এক বৈঠক হয়েছে।

তিনি ২০২১ সালকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের জন্য দারুণ একটি বছর হিসেবে উল্লেখ করে চলতি বছর এ সম্পর্ককে আরো উচ্চতর পর্যায়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।

ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ফ্রান্স যান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। মঙ্গলবার বিকেলে বৈঠক হওয়ার কথা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫