দূষণ ঘটানোয় ডিএনসিসিকে জরিমানার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৯

ফাইল ছবি
রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছ থেকে জরিমানা আদায় করার জন্য সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। আমিনবাজারে ডিএনসিসির ওই বর্জ্য ডাম্পিংয়ের ল্যান্ডফিলটি চলছে পরিবেশ ছাড়পত্র ছাড়াই। এর আগে গত ৪ এপ্রিল কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশকে দূষিত করার ব্যাপারে জরিমানা করার নিয়ম রয়েছে। আইনের চোখে সবাই সমান। ঢাকা উত্তর সিটি করপোরেশন এক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে না।
আমিনবাজারে আবর্জনা ফেলে জমি ভরাট করাকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের ওই ডাম্পিং গ্রাউন্ড অবৈধ। পরিবেশ অধিদপ্তর আগেও এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে, তারা কোনো সাড়া দেয়নি। ওই বর্জ্য স্টেশন বন্ধ করার জন্যও তাদের চিঠি দেওয়া হবে।’
তিনি আরো বলেন, কমিটির সুপারিশের সঙ্গে একমত পোষণ করে মন্ত্রণালয় শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
২০০৫-০৬ অর্থবছরে ৫০ একর জমিতে নির্মাণ করা হয় আমিনবাজার বর্জ্য ডাম্পিং স্টেশন। ২০০৭ সাল থেকে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা শুরু হয়। এই প্ল্যান্টের মেয়াদকাল নির্ধারণ করা হয় ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এখনো সেখানে বর্জ্য ব্যবস্থাপনা চলছে। মেয়াদ শেষ হলেও নতুন করে এর আয়তন বাড়ানো হয়নি।