পদ্মা সেতু নির্মাণে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের অবদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৩:৫০

পদ্মা সেতু নির্মাণ কার্যক্রম | ছবি: সংগৃহীত
প্রমত্ত পদ্মার ওপর নির্মিত হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের সংযোগ, যা বাংলাদেশের দীর্ঘতম সেতু। এর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন ঘটবে দেশের আর্থসামাজিক অবস্থার। বিশ্ব জানল বাংলাদেশের সক্ষমতা। আর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের আস্থাকে উজ্জীবিত করেছে।
শুধু নিজস্ব অর্থায়ন নয়, দেশের দীর্ঘতম এই সেতু দেশে-বিদেশে স্থানীয় নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষার একটি সুযোগ করে দিয়েছে। এটি প্রমাণ করেছে যে বাংলাদেশও মানসম্পন্ন সামগ্রী তৈরি করতে পারে। এই প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মূল উপাদান বাংলাদেশে তৈরি এবং স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসব নির্মাণসামগ্রী সরবরাহ করেছে। বিভিন্ন উপাদানের প্রায় ৩০ শতাংশ অবদান এসেছে স্থানীয় উৎস থেকে।
সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, সেতু নির্মাণে স্থানীয় কোম্পানিগুলোর অনেক অবদান আছে এবং তারাও বড় ধরনের উৎসাহ পেয়েছে। এই প্রকল্পে প্রায় ৩০ শতাংশ অবদান এসেছে স্থানীয় উৎস থেকে।
নদী শাসনে রড, সিমেন্ট, বালু ও পাথর সরবরাহ, সেতুর দু'পাশে অ্যাপ্রোচ রোড নির্মাণ এবং মেগা প্রকল্প সংক্রান্ত অন্যান্য কাঠামোয় স্থানীয় শিল্পগুলোর অবদান বেশি।
প্রকল্পের মূল কাঠামো নির্মাণে প্রায় ৯২ হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠান বেশিরভাগ ইস্পাত সরবরাহ করেছে। বিএসআরএমই শুধু ৮৮ হাজার টন ইস্পাত সরবরাহ করেছে, যা মোট ইস্পাতের ৯৬ শতাংশ।
পদ্মা সেতুর মূল কাঠামোতে প্রায় আড়াই লাখ টন সিমেন্ট ব্যবহার করা হয় এবং সবগুলোই অভ্যন্তরীণ উৎস থেকে এসেছে। এর মধ্যে স্ক্যান সিমেন্ট একাই প্রায় ২ লাখ ২৫ হাজার টন সিমেন্ট সরবরাহ করেছে। বসুন্ধরা সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট এবং সেভেন সার্কেল গ্রুপের সেভেন রিংস সিমেন্টও সেতুর বিভিন্ন নির্মাণের কাজে সিমেন্ট সরবরাহ করেছে। হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশে স্ক্যান সিমেন্ট বাজারজাত করে।
শুধু ইস্পাত ও সিমেন্টই নয়, আলোকসজ্জার জন্য এবং পদ্মা সেতুর দু'পাশে বিভিন্ন স্থাপনা ও সাব-স্টেশনের জন্যও দেশে তৈরি ক্যাবল ব্যবহার করা হয়েছে। দেশের সবচেয়ে বড় ক্যাবল প্রস্তুতকারী সংস্থা বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের ক্যাবল সরবরাহ করেছে।
পদ্ম সেতুতে স্থানীয়ভাবে তৈরি পাইপও ব্যবহার করা হয়েছে। আরএফএল গ্রুপ উচ্চ ঘনত্বের পলিইথিলিন এবং পিভিসি ক্যাবল ডাক্টিং পাইপ এবং জিঙ্ক আবৃত ডব্লিউ-বিম গার্ডরেল সরবরাহ করেছে।
সবমিলিয়ে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বাংলাদেশের নির্মাণসামগ্রীসহ নানা ক্ষেত্রে মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতাও প্রদর্শন হয়েছে।