Logo
×

Follow Us

সরকার

নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১৩:১৬

নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

মন্ত্রিপরিষদ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। আজ রবিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী পরিষদের সচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। কবির বিন আনোয়ার তার স্থলাভিষিক্ত হলেন।

রাষ্ট্রপতির নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫