
সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
মন্ত্রিপরিষদ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। আজ রবিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী পরিষদের সচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। কবির বিন আনোয়ার তার স্থলাভিষিক্ত হলেন।
রাষ্ট্রপতির নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।