নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৮:০১ পিএম
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৯ কর্মকর্তা অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।
ঢাকার নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শফিকুল ইসলাম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মোহাম্মদ বরকতুল্লাহ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. শামসুল আলম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম. পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহীল বাকী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. জামিল হাসান, ঢাকার শিল্প পুলিশ ইউনিটের পুলিশ সুপার সানা শামীনুর রহমান, কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. আতিকুর রহমান, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ করিম, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশের চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার এবং রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. এনামুল হক অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh