Logo
×

Follow Us

বাংলাদেশ

৩১ সাব-রেজিস্ট্রারকে বদলি, ৩৪ জনকে পদায়ন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ২৩:২২

৩১ সাব-রেজিস্ট্রারকে বদলি, ৩৪ জনকে পদায়ন

৩১ সাব-রেজিস্ট্রারকে বদলি, ৩৪ জনকে পদায়ন

৩১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। একইসঙ্গে নতুন নিয়োগ পাওয়া ৩৪ জনকে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়।

বদলির প্রাপ্যতা হওয়ায় ও প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হচ্ছে।

৩১ সাব-রেজিস্ট্রারকে আগামী ২৩ আগস্ট তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে আদেশে।

এছাড়া ৩৪ জন সাব-রেজিস্ট্রারকে পদায়ন করার আদেশে বলা হয়, আগামী ২৩ আগস্ট তাদের পদায়ন হওয়া কর্মস্থলে যোগ দিতে বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ করা হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫