প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার দিয়েছেন।
গতকাল বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর পাঠানো বাংলাদেশের প্রসিদ্ধ ৭০০ কেজি আম মালদ্বীপের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
হাইকমিশনার আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর এট লার্জ আহমেদ সালিমের কাছে উপহার হস্তান্তর করেন। অ্যাম্বাসেডর এট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।
দুই দেশের বন্ধুত্বের সুসম্পর্ক রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এর আগে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh