Logo
×

Follow Us

বাংলাদেশ

বাড়ি থেকে দুই ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ১৮:৪১

বাড়ি থেকে দুই ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর গাড়িবহর ছবি: ফাইল

টুঙ্গিপাড়াস্থ নিজ বাড়ি থেকে সড়ক পথে রওনা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাত্র দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার  (৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বিকাল সাড়ে ৩টায় ঢাকায় উদ্দেশে যাত্রা করে। পথে কোনো ধরনের যাত্রাবিরতি ছাড়াই বিকাল সাড়ে ৫টায় গণভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি। বিকাল ৪টা ৫০ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গী ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ। তিনি সকাল পৌনে ১১টায় সেখানে পৌঁছান। যাওয়ার সময় পদ্মা সেতুতে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পাশাপাশি সেতু পার হয়ে জাজিরা পয়েন্টে আধঘণ্টার মতো যাত্রাবিরতি করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫