Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২৯৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১৯:২৬

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২৯৬

করোনা পরীক্ষা। ছবি: ফাইল

দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

আজ সোমবার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এর আগে, গতকাল রবিবার (৭ আগস্ট) ২১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

এদিকে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে পাঁচ শতাংশের নিচে নেমেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৬৩৮ জন কোভিড রোগী সেরে ওঠেছে। এদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫