Logo
×

Follow Us

বাংলাদেশ

‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ থাকতে হবে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ২১:৪৩

‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ থাকতে হবে’

মত বিনিময় করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য এবং বিশ্বজন স্বীকৃত। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। সম্প্রীতির এই বন্ধন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ছিন্ন করতে না পারে, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।’

আজ রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব বড়দিন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আবদুল হামিদ বলেন, ‘শুভ বড়দিন সত্য ও সুন্দরের আলোয় চিরভাস্মর হয়ে উঠুক। সকলের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যের বন্ধন আরো গভীর হোক- এই কামনা করি। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে পারলেই এ দিনটি উদযাপন তাৎপর্যপূর্ণ হবে। শুভ বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন ও অগ্রগতির পেছনে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক অবদান অনস্বীকার্য। জাতির পিতা একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার স্বপ্ন পূরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫