কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে: কৃষিমন্ত্রী

কৃষি উৎপাদনের সাফল্যের কারণেই নানা সংকটের মধ্যেও দেশ স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব ওয়াহিদা আক্তারের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো রকম খাদ্য সংকট হয়নি। পেঁয়াজের উৎপাদনও বেড়েছে।

তিনি বলেন, এখন আমরা স্বস্তিতে আছি। আগামী তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ দেশে উৎপাদন করতে কাজ করছি। দেশে এ বছর সরিষার রেকর্ড আবাদ হয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এ সময় নবনিযুক্ত কৃষিসচিব ওয়াহিদা আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেন কৃষিমন্ত্রী। একইসঙ্গে বিদায়ী কৃষিসচিব মো. সায়েদুল ইসলামকে মন্ত্রী ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ওয়াহিদা আক্তার ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। সচিব হিসেবে সদ্য পদোন্নতির আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //