Logo
×

Follow Us

বাংলাদেশ

কর্মস্থলেই প্রাইভেট প্র্যাকটিস করবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৩৩

কর্মস্থলেই প্রাইভেট প্র্যাকটিস করবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: ফাইল

সরকারি হাসপাতালের চিকিৎসকরা তাদের কর্মস্থলে বসেই প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগতভাবে রোগী দেখা) করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। যা আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে  ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ শীর্ষক কার্যক্রম শুরু হবে।

আজ রবিবার (২২ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরেরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হলে রোগীরা বেশি চিকিৎসাসেবা পাবেন। চিকিৎসকদের এ বিষয়ে আরো সুযোগ-সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, হাসপাতালে প্র্যাকটিসের পর যদি চিকিৎসকরা কেউ চান, বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। ১ মার্চ থেকে ৫০টি উপজেলা, ২০টি জেলা এবং পাঁচটি মেডিক্যাল কলেজে শুরু হবে।

জাহিদ মালেক বলেন, আমাদের দুর্বল জায়গা হলো উপজেলা হাসপাতালগুলো, সেগুলো উন্নত করার চেষ্টা করছে সরকার। এগুলোতে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি দেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্টের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসকরাই কিডনি আর লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবে, এটা করতে মানুষকে আর বিদেশ যেতে হবে না। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫