রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন এবং ফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মো. সাহাবুদ্দিন হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রবিবার মো. সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। বিকেলে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh