নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫০ পিএম
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছি।’ নতুন রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অভিনন্দন জাতিসংঘ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh