রোজায় বাড়বে না পোল্ট্রি মুরগির দাম, কৃষিমন্ত্রীর আশ্বাস

রমজান মাসে পোল্ট্রি মুরগির দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক পোল্ট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বাজারে চাহিদা ও জোগানের সমন্বয় করতে আলাদা সংস্থা গঠনের তাগিদ দেন।

গেল কয়েক মাস ধরেই অস্থির দেশের পোল্ট্রি পণ্যের বাজার। ব্রয়লার মুরগি ও ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে রাজধানীতে শুরু হলো পোল্ট্রি শো।

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সভাপতি মসিউর রহমান বলেছেন, ডলারের চড়া দামের পাশাপাশি, পোল্ট্রি খাবারের ব্যয় বাড়ার প্রভাব পড়েছে এ খাতে। বাড়তি দামকে উৎপাদন ব্যয়ের সমন্বয় বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতায়ও দাম অস্বাভাবিক বাড়ে উল্লেখ করে তা নজরদারিতে আলাদা সংস্থা গঠনের তাগিদ দেন কৃষিমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন, এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার।

তিন দিনের আন্তর্জাতিক পোল্ট্রি শোতে অংশ নিচ্ছে ২০টি দেশের ১৬৯টি প্রতিষ্ঠান। প্রদর্শন হচ্ছে এ খাতের পণ্য উৎপাদনের নানা আধুনিক প্রযুক্তি। এই শো চলবে শনিবার পর্যন্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //