Logo
×

Follow Us

বাংলাদেশ

১১০০ রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া চলছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৮:২৩

১১০০ রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া চলছে

রোহিঙ্গা। ফাইল ছবি

চীনের সহযোগিতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম দফায় সাড়ে চারশ জনের ক্লিয়ারেন্স প্রসেস চলছে। সব মিলিয়ে ১১০০ রোহিঙ্গাকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ রবিবার (১৯ মার্চ) সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে মিয়ানমারের প্রতিনিধিদল এসেছে। সার্বিক পরিস্থিতি মিলিয়েই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে। সব মিলিয়ে ১১০০ রোহিঙ্গাকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মিয়ানমার পক্ষের ইতিবাচক সাড়া থাকলে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে। গত ৫-৬ মাসে মিয়ানমার পক্ষের ইতিবাচক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে আশা করা যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত হবে।

গত বছরের ডিসেম্বরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ বছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন চীনের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত জিমিং।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫