বিশ্বের সবচেয়ে নৃশংস গণহত্যা বাংলাদেশেই ঘটেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫শে মার্চ কাল রাতে ছয় ঘণ্টায় কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। সারাবিশ্বে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে, এরমধ্যে সবচেয়ে নৃশংস ঘটনাটি বাংলাদেশেই ঘটেছে।

আজ রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন (১৯৭১ সালের ২৫ মার্চ) রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো, যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি। 

মার্চ মাসের প্রতিটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ গণহত্যা দিবস। সারাবিশ্বের কাছে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

আসাদুজ্জামান খান বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা ১৯৭৫ সালে খুন করেছিল, তাদেরও আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও অচিরেই ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। ফিরিয়ে এনে তাদেরও ফাঁসির রায় কার্যকর করা হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //