Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে বেকারের সংখ্যা জানালো পরিসংখ্যান ব্যুরো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১৬:১৯

দেশে বেকারের সংখ্যা জানালো পরিসংখ্যান ব্যুরো

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৯০ হাজার এবং নারী ৯ লাখ ৪০ হাজার।

আজ বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ এ তথ্য উঠে এসেছে।

জরিপে বলা হয়, ২০১৭ সালে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। সর্বশেষ জরিপ হিসেবে বেকার কমেছে ৭০ হাজার। শুধু তাই নয়, ছয় বছর আগের তুলনায় বেকারত্বের হারও কমেছে। বর্তমানে বেকারত্ব হার ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। যা ২০১৭ সালে ছিল ৪ দশমিক ২ শতাংশ।

বিবিএস’র বলছে, এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫