Logo
×

Follow Us

বাংলাদেশ

কারাগারে ভার্চ্যুয়াল আদালত স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১১:০৬

কারাগারে ভার্চ্যুয়াল আদালত স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ

একনেক সভায় প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

যেকোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চ্যুয়াল আদালতের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা সাংবাদিকদের জানান।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক সভায় ২৪০ কোটি টাকার ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানা গেছে। প্রকল্পটি সংশোধনের ফলে খরচ বেড়েছে ১১২ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিটি নতুন অথবা পুরোনো কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না। খরচও বাড়বে না।

এই একনেক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সম্প্রসারণের জন্য একটি প্রকল্প প্রস্তাব ওঠে। এই প্রকল্পে জমি-বাড়ি অধিগ্রহণের প্রস্তাব ছিল। কিন্তু প্রকল্পটির অনুমোদন পিছিয়ে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এ প্রকল্পে জমি–বাড়ি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছিল। প্রধানমন্ত্রী অবাক হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘আমার বাড়ি তো। আজ এটা করব না। বুঝব, জানব—পরে করব।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫