অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনবার্সন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আজ সোমবার (১৫ মে) বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলাম। আমি নিজে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি, নানা নির্দেশনা দিয়েছি। আমরা উপকূলীয় ১৩টি জেলায় ৭ হাজার ৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছিলাম। আশ্রয়কেন্দ্রগুলিতে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনবার্সন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। গত ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত প্রধানমন্ত্রী যথাক্রমে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন। ৯ মে দেশে ফিরে আসেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh