জাতিসংঘ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশ্বসংস্থাটির বিএনপির দাবি নিয়ে কোনো বক্তব্য নেই। তবে, আওয়ামী লীগ চায় সে নির্বাচনে বিএনপির মতো বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাথে আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধির চা চক্র শেষে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।
জাতিসংঘের প্রতিনিধির সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বিএনপির দাবি কেয়ারটেকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদের বিলুপ্তি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। যে সকল শর্ত রয়েছে এগুলো দেশের অভ্যন্তরীণ বিষয়, তারা মূলত দেশে সুষ্ঠু নির্বাচন চায়।
কাদের বলেন, আওয়ামী লীগ চায় নির্বাচনে বিএনপির মতো বড় রাজনৈতিক দল অংশ নিক। নির্বাচনে আসতে তাদের কেন জোরাজুরি করবো। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল হিসেবে তাদের অধিকার। কোনো সুযোগ নয়।
সেতুমন্ত্রী বলেন, বৈঠকে দেশের এসডিজি উন্নয়ন নিয়ে আলাপ হয়েছে। তারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। একইসাথে তিনি দেশের নেতৃত্ব নিয়েও প্রশংসা করেছেন বলে জানান কাদের।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাতিসংঘ আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচন বিএনপি রাজনৈতিক দল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh