কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননার বক্তব্যের’ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন।
তিনি জানান, সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ।
মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননার বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কর্মসূচিও ঘোষণা হতে পারে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এক মন্তব্যের জেরে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। এরপর গত দুদিন ধরে ঢাকাসহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বিরাজ করছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থী মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা অবমাননা সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh