সেতু ভবন ও এলিভেটেড টোল প্লাজা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যক্ষ করতে সেতু ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তিনি সেখানে যান এবং ভবনের বিভিন্ন মেঝের ভাঙা অংশ ও প্রাঙ্গণ পরিদর্শন করেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং ওইসময় সেখানে পার্ক করে রাখা অনেক গাড়িতে অগ্নিসংযোগ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
গত ১৮ জুলাই প্রায় আড়াই শ’ থেকে তিন শ’ অজ্ঞাত ব্যক্তি সেতু ভবনে হামলা চালিয়ে বেশ কয়েকটি যানবাহন, মোটরসাইকেল ও বিভিন্ন শেড ও কক্ষ ভাংচুর করে। পরে তারা সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। তারা সেখানে অনেক কর্মচারীর ওপর হামলা ও মারধর করে। এছাড়া সেতু ভবনে অর্ধশতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কারওয়ান কাজার থেকে কুড়িল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত টোলপ্লাজার বিভিন্ন দিক দেখে বলেন, এই ধ্বংসযজ্ঞ মেনে নেয়া যায় না।
এর আগে সকালে প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালে (ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন) আহতদের দেখতে যান।