গণভবনের বাতাসে কান্না আর মৃত্যুর মাতম

সরকারি চাকুরিতে কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনে সহিংসতা ও নাশকতার ঘটনায় নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্নায় ভেঙ্গে পড়েন নিহত স্বজনের কথা স্মরণ করে। আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও  এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এতে করে গণভবনের সকালের স্নিগ্ধতা ছাপিয়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এ সময় অশ্রুসিক্ত কণ্ঠে তাদের সাহস দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাকে দেখেন, কত শোক নিয়ে বেঁচে আছি।

আজ রবিবার (২৮ জুলাই) সকালে গণভবনে নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে আসেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তাদের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দেন।

প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষার আমার নেই। তবে আপনাদের কষ্ট আমি উপলব্ধি করতে পারি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি আপনাদের পাশে আছি। আমার চেষ্টা থাকবে এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা।

আর্থিক সহায়তা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সারাদেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিটিভিসহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়।

এছাড়া গত ১৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। যদিও প্রতিদিন এর মধ্যে কয়েক ঘণ্টা করে শিথিল করা হয় কারফিউ। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //