নতুন জননিরাপত্তা সচিব মোকাব্বির হোসেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

তার স্থলাভিষিক্ত করা হয়েছে সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে। তিনি আগে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে ছিলেন।

আজ বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ছিলেন।

এ ছাড়া জনাব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //