Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকতে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১৫:১৬

স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকতে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করে বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তিনি বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে ব্যাংক ডাকাতি, ভোট জালিয়াতিও করা হয়েছে।

আজ রবিবার (১৮ আগস্ট) বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় ছাত্র আন্দোলন হতাহতদের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন ড. ইউনূস।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি, যা বাংলাদেশে হয়েছে।

ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি, নতুন বাংলাদেশে তৈরিতে সকলেই পাশে থাকবেন।

আওয়ামী লীগ ও তার দলবলের হামলায় ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে বলেও দাবি করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে। তাদের দেখতে গিয়েছিলাম। জানি না তাঁদের কী হবে।’

আওয়ামী লীগ সরকারের দুর্নীতিসহ ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫