ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ আলম। তিনি প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ পদে বহাল থাকবেন।

গতকাল বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাহফুজ আলমকে চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

তার এ পদের মেয়াদ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ পদে বহাল থাকবেন। মাহফুজ আলম সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মো. মাহফুজ আলম (মাহফুজ আব্দুল্লাহ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী।

তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //