১৫ বছর সমস্যা নয়, সবাই চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল বেশি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এতদিন শুধু পদ্মা সেতু, মেট্টোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নানা সমস্যা নিয়ে আজ রবিবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এদিন সভায় বিজেএমসি অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজেএমসি’র নানা সমস্যা তুলে ধরা হয়। সেই সঙ্গে মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্তীকরণে দীর্ঘসূত্রতা এবং বেতন-ভাতা না পাওয়ার মতো সমস্যাগুলো সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।
পরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘বিজেএমসিতে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যত সমস্যা জানলাম, তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।’
এর আগে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বিজেএমসি’র সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয়ের গৃহীত নানা উদ্যোগের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরেন।
বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজেএমসি’র পরিচালকবৃন্দ ছাড়াও উপদেষ্টাগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ পাটকল করপোরেশন বিজেএমসি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh