নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর শুরু হয়েছে। এজন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে নিরাপত্তা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন মর্মে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষ্যে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলমান রাখতে ৩ আগস্ট ১৫৮ জনের সমন্বয়ক দল গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী-প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’
এ কমিটিতে সমন্বয়ক ৪৯ জন। সহ-সমন্বয়ক রয়েছেন ১০৯ জন। সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সবাই ঢাকাসহ দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নতুন কমিটিতে ১ নম্বর সমন্বয়ক হিসেবে ছিলেন নাহিদ ইসলাম। এরপর ছিল সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদের নাম।
বৈষম্যবিরোধী ছাত্র অধিকার আন্দোলনের নেতৃত্বে গড়ে আন্দোলনের এক পর্যায়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। নিজ পদ থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর হেলিকপ্টারে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
সরকার পতনের ৩ দিনের মাথায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নেতৃত্বে রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh