নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
আইন প্রণয়ন ও সংসদ বিষয়ক বিশেষজ্ঞ এ কে মোহাম্মদ হোসেনকে আইন কমিশনের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন মাস আইন কমিশনের পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এ কে মোহাম্মদ হোসেনকে। তিনি সরকারের সচিব পদমর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন।
ক্ষমতাচ্যূত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনে রদবদল, উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে বর্তমানের অন্তর্বর্তী সরকার।
এই পরিস্থিতিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে এসব জায়গায় ছয়জনকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
এ কে মোহাম্মদ হোসেন অন্তর্বর্তী সরকারের আইন সংস্কার কাজে সহায়তা করবেন। তিনি একজন আইন ও সংসদ রীতি বিষয়ক বিশেষজ্ঞ, যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আইনি বিষয়ে কাজ করছেন।
আইনজীবী, বিচারক ও আইন প্রণয়ন বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করেছেন তিনি মোহাম্মদ হোসেন।
তিনি ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ থেকে আইন প্রণয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh